চুপ
এত ঝাপ্টানি কিসের
এই পেয়ালা আমার না
চুপ
এত অস্থির কেন
পানকৌড়ি রাত ভেঙ্গে যায়
এই পেয়ালা আমার না
চুপ
এত কথা কী
চায়ে সিপ দিলে ঢেউ উঠবে
এই পেয়ালা আমার না

না হোক
ঠোঁট কিন্তু আমারই -