স্বাধীনতা মানে -
উলঙ্গ ন্যাড়া অপুষ্ট শিশুর ময়রার গামলায় ফ্যালফ্যাল দৃষ্টি
বৈরালির ঝোলে মেয়েমানুষের কোলে উড়ু উড়ু বৃষ্টি
স্বপ্ন বিচরণ লালবাতি কৃষ্টি
স্বাধীনতা মানে -
দরমা-জড়ানো গাভীন বৌয়ের চাতালে শোয়ানো ক্ষীর
কথা হারানো নিরুত্তাপ শরীর
উচ্ছৃঙ্খলের উলঙ্গখালে হড়কা-বানের তীর
স্বাধীনতা মানে -
নিত্যসঙ্গী শিশ্নচুম্বন
ব্যস্তানুপাতিক লেঙ্গির রাজনৈতিক উল্লম্ফন
শহীদের বন্ধকী জীবন উপার্জন
স্বাধীনতা মানে -
বই হাভাতে পথশিশুর একুশে ফেব্রুয়ারী
আজন্ম ভাতের সাথে আড়ি
মায়ের আঁচলে আরও দুগ্ধপোষ্য মুখ
শতায়ু বৃদ্ধারও একবুক বাঁচা-বাসনার সুখ -
স্বাধীনতা মানে ...