অনেক শব্দই কিছু অর্থ রাখে
কিছু কিছুই রাখে না
কিছু তো আছেই যারা অনর্থ করে দিতে পারে
চোখের পলক পড়ার আগেই
কিছু আছে যে হিলিয়াম বোমা
বা মারাত্মক তার চেয়েও
ফাটিয়ে দিতে পারে গোটা জগত্টাকেই
কেউ বা মণিকোঠার কাঁটাটাকে ছিন্নমূল করে
এর বাইরেও কেউ আছে যে ঠোঁটের রং গাঢ় থেকে
আরো গাঢ়
নিবিড়
আরো ঘনিষ্ট করে
এই সব শব্দ নিয়েই তো আছি
মাঝে মাঝে যেতে ইচ্ছে করলেও
আবার ফিরে আসতে ইচ্ছে করে
সুর অসুর শব্দেরই কাছে -