নীরদবাবু লম্বা সোজা টানটান শরীর নিয়ে যখন ক্লাসে
ঢুকতেন , পড়ুয়াদের কচি কচি দেহগুলো লম্ব হয়ে উঠতো
ভূমিতে । চক ডাস্টার আর হাতে একটা ছোট বেত বিজলির মতো চকচক করে উঠলেও কোনদিন কোন পড়ুয়ার পিঠ ছুঁতে দেখে নি । মাস্টারমশাই কেবল প্রত্যেকটি পিঠ ছু্ঁয়ে সোজা শিরদাঁড়ার কথা বলতেন । সেই থেকে একটু একটু করে পিঠের হাড়টা শেকড়বাকড় ছড়িয়ে বটবৃক্ষ । হঠাৎ ক'দিন থেকে আর খুঁজে পাচ্ছি না তাকে। কি ভাবে যে নিরুদ্দেশ হয়ে গেল ।
বুঝতেই পারি নি ।
যদি কেউ পেয়ে থাকেন বা কারো থেকে থাকে
দয়া করে দিলে সাহস ফিরে পেতে পারি ।