দীর্ঘদেহী বৃক্ষের ডালে ডালে দল
স্কাইওয়াকে বসে আছে বলে হাড়গিলেরা
উচ্চপদী আমলার মতন
অন্যগুলোকে পাখি নয় , আরশোলা ভাবে ।
ঠুকতে ছুটে যায় ছড়িয়ে বসা গৃধ্রেরা
শালিক চড়ূই ভয়ে ভয়ে আড়ষ্ট
কেননা দীর্ঘদেহী বৃক্ষের দখল নিয়েছে দলবাজেরা
বাবুই শিল্প করে নেয় নিজের মনে
উর্বর গোবর আনে , তুলে নিয়ে আসে জোনাকী-আলো
কোন উচ্চ্তা সে চায় না , কেবল এক এক ডালে
দোল খাবার বাসনা তার
কাকের কিন্তু কোন বাসা নেই
সে কেবল কোন্দল করে
একবার হাড়গিলে , আর বার বাকীদের সাথে
দীর্ঘদেহী বৃক্ষের ডালে ডালে
বৃক্ষ বৃক্ষের মতন
সাতেও নেই পাঁচেও নেই , কেবল
স্কাইওয়াকে বসে হাড়গিলেরা
উচ্চপদী আমলার মতন
অন্যগুলোকে পাখি নয় , আরশোলা ভাবে ।