উন্মুক্ত হলে দন্ডায়মান সে । নিম্নাঙ্গের বারিবিন্দু
পরস্পর বিবদমান শুক্রাণুর ন্যায় । নেত্রমালা অবিমিশ্র
উদ্বেগে পথিমধ্যে শীত্কারব্রতে রত । নিরাপদ দূরত্বে
অর্জন করি মেরুজ্যোতি স্ফুলিঙ্গের তপ্ত উচ্চারণ ।
শান্ত শান্ত আমি অবিশ্রান্ত শ্রান্ত হয়ে যেতে যেতে
তার বিভঙ্গে তার নাভিমূলে আলো জ্বলে উঠতে
দেখি । বিভূতি দেখি তার সুন্দর লজ্জার মুখে , আনত
দলে , তার উপত্যকার উন্নতি কোণে । হে ফুলমালা ,
এবারে মুক্তি দাও আমায় ! বারি বর্ষণ কর , শীতল হতে
দাও আমার অন্তরাত্মাকে !