এই যে এত আকুলতা ছটফটানি
সব কি মিথ্যে হয়ে যায় ,
এত ভালোবাসা এত প্রেম ,
এগুলোও !
এই যে এত লড়াই প্রতিদ্বন্দ্বিতা
মন নিয়ে খেলা , শরীরের ,
বাসনার কামনার ,
ক্ষমতার , মমতার , ট্রাপিজের ঝুঁকি
সব কি মিথ্যে হয়ে যায় !
এই যে লজ্জা ঘৃণা ভয়
ঘুড়ির দম্ভ
সুতো ছিঁড়ে গেলে সব কি শেষ !
এই যে এত আকুলতা ছটফটানি
সব কি মিথ্যে হয়ে যায় ,
কষ বেয়ে যন্ত্রণা গলে গেলে
সব কি সত্যিই শেষ !