এ বেলায়
মাঘী শীতের বিকেলে
রৌদ্রের সাথে সংপৃক্ত কুয়াশা দেখি
আমন কাটার শব্দে নবান্নের ঘ্রাণ পাই
তবু আমায় গাইতে বোলো না
এ বেলা
বনটিয়া আড়ালে বসে পেঁপের মুগ্ধ রস
শুষে নেয় মধ্যগগনে
আর নিশীথে ডেকে উঠছে কামাসক্ত কোনো কুবো
তবু আমায় গাইতে বোলো না এ বেলা
গাইতে বোলো না আমায়
এমন মিঠে কালে
কুয়াশা উবে যাবে নিমেষে
চিটে উড়বে সোনাঝুড়ি ধানের
বনটিয়া পাখনা মেলে দিয়ে হবে নিরুদ্দেশ
আর কুবো হবে নিরুত্তাপ
গাইতে বোলো না
গাইতে বোলো না আমায়
এ বেলায়
শেষ গানখানি শুনতে চাই নীরবে !