তোমার তো সুর আছে
তাল লয় রাগ -
সবের নাকে পড়িয়েছ দড়ি ,
তোমার আছে গীতবিতান
চন্ডালিকা
আরও কত কী আছে তোমার
আমার কি আছে বলো
না সুর না গান না রাগ না তাল

মন খারাপ হল বুঝি !
জান আমার কী আছে
আমার কাছে আছো তুমি !
সমূহ সম্পদ আমার
যখন খুশি ডুববো
ভাসবো
সাঁতরাবো
দুই এক জীবনে এ সাগরে
জানি পাবো না কূল কিনারা !