সব নয় তুমি নিও
যত ফুল , যত ঘ্রাণ
সূর্য যত রং ছড়ায়
তৃতীয়া চাঁদের আলো আঁধারী
মাঝরাতে যে পাখি ডেকে ডেকে সারা
কিংবা কালি মেখে মাছরাঙ্গা ইশারা
সব তোমার -
তোমার জন্য রইল

যত আশ্বিনে কাশমেঘ
গহীন বাঁশীর হাতছানি
পড়ন্ত বিকেলে বটের ছায়া
তালশাঁস
সব নয় তুমি নিও -
সব সম্পদ নিও আর বিলিও

আমি দেখে সুখী হব !