খোঁড়া পায়ে পাঁচমাথার মুখে পৌঁছতে
অনেক বছর লেগে যায় এবেলা
বাবা যখন আঙ্গুল ধরে হেঁটে যেতেন অনায়াস
সে কালে রাস্তাগুলো পাঁচমুখে বেরিয়ে যেত
পুবের পথ দেখাতো আলোর নিশান
উত্তরে প্রাগৈতিহাসিক সময়ের অতল উল্লাস
পশ্চিমে এক রাশ পিরামিড স্বপ্ন
দক্ষিণ বলতো অনাগত দিনের কাহিনী
আরেকটি যেদিকে মন ছুটে যায় ;
এখন একা হেঁটে যেতে খানিক কষ্ট হয় বটে
হাটু মোচড় দিয়ে বেয়াড়া
তাবলে পাঁচ পথকে বেরিয়ে যেতে দেখি কই
বরং পাঁচ ময়াল পাঁচদিক থেকে মনে হয়
ফণা তুলে ফেলেছে ঠিক মোড়ের মাথায়
যেখানে কম বয়সী উন্মাদ তার গোপন স্থানগুলি
খুলে রেখে কি যে বকে যাচ্ছে সারাদিন অনর্গল ,
খোঁড়া পায়ে পাঁচমাথার মুখে পৌঁছতে পৌঁছতে
অনেক বছর রসাতল এবেলা !