কিছু অভ্যাস মায়ের কোলে বসেই তৈরী হয়ে গেছিল । ভুতের কথা উঠলেই
যেমন রামের নাম গলার ভেতর খেলতে থাকে । ভক্তি থাকুক বা না থাকুক
ভুতের দেখা কিন্তু সত্যিই পাই নি । যেমন তেঁতুল দেখলেই জিভে জল চলে
আসে , এ তো অস্বীকার করতে পারি না । অস্বীকার করতে পারি না , বর্ণ
পরিচয়ের দেবতা ঈশ্বরকে । তবু রাম তেঁতুল আর ঈশ্বর একাসনে বসলে
নিজস্ব ইগো আহত হয় । আমিও বোধ হয় নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে
ফেলেছি ।
হে ঈশ্বর , একালে তুমি বিপন্নই !