অঘ্রানের মাঠে শুয়ে আছে অবিকল বিকেল
হেমন্তের শিষ কুড়িয়ে বেড়ায় আমন রোদ্দুর
বাতাসে উড়ে যায় তুলোর সাম্পান
এমন বাতাসে ফু দিতে নেই
তুলে নাও অমন আঁচল
চলে যাও চুপি চুপি
এমন জল বাতাস আমাকে নরকের
দরোজার কাছে পৌঁছে দেবে একদিন ।
দম বন্ধ হয়ে আসছে
মাটিতে ফিরে যাবো
পুরনো গন্ধগুলো নতুন করে বাজবে ।