পা বাড়িয়ে রেখেছো
রাখো তোমার মত করে উন্মুক্ত-উরু
আমি জানো এক কালে এক হাতে
ট্রাপিজ খেলতে খেলতে সাঁকো ভাঙ্গতাম
পা বাড়িয়ে রেখেছো পায় পা মেলানোর জন্যে
নাকি নদীর স্রোতে আড়াআড়ি
জঘন্য কিছু কচুরিপানা খেলিয়ে দিতে
জানি না
বিশ্বাস করি
মানুষকে বিশ্বাস করা দোষ আমার
কেউ কেউ থাকে ঠকলে শেখে না
বরং নির্ভেজাল এক আনন্দবোধ
ভিতরে আগুনের কাজ করে
পা যখন বাড়িয়েই রেখেছো
চলো বেরিয়ে আসি ঘর দুয়ার
আতুরঘরের কাচা মেঝে আর
চিতার আগুন পেছনে পড়ে থাকুক
নাহয় পা মিলিয়ে আগুন ছড়িয়ে আসি
নইলে সাঁকো ভেঙ্গেই বেরিয়ে যাবো
যাবোই আমি হয় একলা নয়তো সকলে
এ ঘরকে তো ঘর নয়
থামতে যে বড় আসি নি
নামতেও শিখিনি যে ঘর থেকে ঘরের ভিতর -