খুব চাপলে
তলপেটের টনটনানি
মাথা নষ্ট করে দেয়
লেবু ছিঁড়তে কাঁটায় আঙ্গুল ফুটিয়ে ফেলি
পাতা তুলে ফেলি গোলাপ তুলতে
সম্ভাষণ তখন গালিগালাজ হয়ে যায়
মাথা ঠিকঠাক কাজ করে না বলে
বাঁধন খুলতে আরও জটিয়ে ফেলি
শৌচাগারের পথে হাঁটতে হাঁটতে
কখন যেন বেমালুম এই মঞ্চে
বেমানান চলে এলাম !