চুরি চামারি শেখার কুটির শিল্প দেখেছি
দেখেছি দালালি শেখবার টোল
কবিতা লেখার স্কুলও রমরমিয়ে চলেছে
অনেককাল ফলাও ,
তবু
মেপে মেপে পা ফেলার কায়দা রপ্ত করার জন্যে
পাঠশালার ঠিকানা পাই নি
অনলাইন অফলাইন কোথাও ,
তাই
চুরি চামারি করতে শিখে গেছি
শেখা হয়ে গেছে দালালি
কবিতায় পোয়াতি হয়ে আছে
আমার আটপৌরে খাতাও
অথচ
মাপা মাপা পা ফেলার কৌশল
আজও অধরা রয়ে গেল
ফলে
বিষ্ঠায় বিষ্টায় বাস্তুভিটেটা
মানুষেরই মনের মতন !