১ম - চুপ করে দ্যাখ্ ।
২য় - তুমি আসছো না কেন , আমি তো আছি ।
১ম - এসে কী হবে ? কিস্সু লাভ নেই , বুঝে গেছি ।
২য় - কী বলছো ! যেটা আছে সেটা তো রাখতে হবে ।
১ম - তা ঠিক । এরা তো আরো ভয়ঙ্কর ।
২য় - তা হলে আসবে তো ?
১ম - এত মাটি মাটি করছিস ,দেখলি তো মাটিই কেমন বুমেরাং হল !
এতক্ষণে সংলাপের মানে দুর্বোধ্য হল ।