এই তো সুযোগ আসর মাতানোর
যখন দুরন্ত চাকা আটকে গ্যাছে
সুচারু মগজের কর্দমে পাঁকে
মজে যাওয়া নদীর ঘাটে হলদে হয়েছে
জলজ বীর
বিশ্বাস ডুবেছে অবসন্ন গর্দানে ধীরে
ফিরে তাকানোর সময় হাতের কাছে ক্ষয়িষ্ণু
এই তো সুযোগ
ভালোবাসাকে বলাত্কারের পর
দ্বৈপায়ন হ্রদের জলছোয়ায় বসে
গেয়ে যাও প্রেমের যুদ্ধজয়
এবারে আমি সুতপুত্র
ইতিহাস বারংবার বানিয়েছে দলিত
অথচ আমার জন্যেই হতে পারতো
অখন্ড মহাভারত
এই তো সুযোগ কাসর বাজানোর
যখন দুরন্ত চাকা আজ ক্লান্ত
থেমে গ্যাছে ত্রিকালজয়ী পঙ্কের ভিতর -