বড় থালা সাইজের বিছুটি পাতাকে আমাদের অনেকেই চোতরা বলে সমীহ করে । ভয়ে ভক্তি করে , সেখানে শ্রদ্ধা কই । এই যে গোরুমোষ এত এত ঘাসপাতা চিবিয়ে চিবিয়ে বহুভুকের কাছে ছুঁড়ে দেয় চ্যালেঞ্জ , সেও কিনা চোতরা দেখে তিন পা আসে পিছিয়ে । অথচ কী সুন্দর তার আকার , তার রং , তার রূপ । আমরা যারা হিপোক্রাট , যারা পুবের গান গাই আর পচ্চিমে দিই গা ভাসিয়ে , যে যমের দল ওঝা সেজে আছে বসে দুয়ার আগলে , বিছুটি তাদের কাছে হেরো । গায়ে তাদের ধুপ্ধুনোর গন্ধ , মিঠে আতরের আকর্ষণ কাছে টেনে দীক্ষা দেয় কিন্তু নেয় না । এটাই কি হতে চেয়েছিলাম ? আরে , এই যে জায়গা দখল করে আছো সর্বগ্রাসী চোতরার বনের মতো , তাতে কি সাড়ে তিন হাত রক্ষে হবে বাতি নেভার সময় । কোথায় পুঁতবে খুঁটি
কোথায় পুঁতবে হাড়গোড় সাধের শরীর আর নিজেকে !
অবাক হই না আর , দেখে দেখে সত্যি ঘেন্না ধরে গেল ।