উনুনের বেশি আঁচ
পুড়ে ফেলতে পারে কি কি কাজ
হাড়ির তলানি ভাত
পকোড়ার ছাল
রুটির ফোস্কা
কষা মাংসের কলজেটাও
কি কি দগ্ধে যেতে পারে
বই পত্তর শানাই খোল
সুন্দর সাজানো দুপুর
বাঁশঝাড়
প্রিয়ার চুমুমাখা মুখটাও
কি কি ছাই হতে পারে
সব ভূত ভবিষ্যতগুলো
ভাব ভাবনার কাঁচা মাটি
পোড়া সব জায়গাগুলো বলো
দেখাই কি করে

বলো হরি হরি বোল -
কেবল কি পুড়েছে খোল -