এলোমেলো স্বপ্নগুলোকে ঝাড়ু মেরে
স্তূপাকৃত করার স্বপ্ন দেখা
কী এমন দোষের
তবু পেছনে অশ্বখুরের ধ্বনি কেন !
কী এমন দোষের
যদি পিডিএস থেকে মিট্টি কা তেল
ছড়িয়ে দিই উর্ধমুখী সিঁড়ির ধাপে ধাপে
একবার শুতে পেলে এক্কেবারে হাওয়ামিঠাই
তবু পেছনে অশ্বখুরের ধ্বনি কেন !
যে পোকারা তেড়েফুঁড়ে আসে
তাদের নাহয় চাল-গমের গুদামে ছেড়ে দিই
মাগগির দাম পাথর বেঁধে ছুঁড়ে দিই
বঙ্গোপসাগরের কয়েক ক্রোশ নিচে
ঠান্ডা হোক ঠান্ডা হোক বরফ হয়ে
তবু পেছনে অশ্বখুরের ধ্বনি কেন !
এলোমেলো স্বপ্নগুলোকে ঝাড়ু মেরে
স্তূপাকৃত করার স্বপ্নে
যদি গিলোটিন থাকে
থাকে কেন জানি থাকবেই
কেঁদে ভাসিয়ে দেব মরুভূমি
তার জন্যে আমার গ্লিসারিন চাই না
তবু পেছনে অশ্বখুরের ধ্বনি কেন !
কেন পেছনে এত অশ্বক্ষুরাকৃতি ধ্বনি !