গত দিন কয়েক রুটিন সব বদলে গেছে । ভোরে ঘুম ভাঙ্গে না , শুতে রাত হয় বলে । শুতে রাত হয় কালো খুঁজে । শয্যা ত্যাগ করে সেই যে কালোর সন্ধান শুরু করি , খাওয়া দাওয়া লাটে উঠেছে । যে আলো আসে , সেখানে কালো খুঁজি । খবরের কাগজ পৌঁছে গেলে আতিপাতি করে কালোই খুঁজি । সকালের নাস্তা । বাজারে যাই । মাছ বাজারে , সব্জি বাজারে , ফল পট্টিতে । দু' তিনশো তো লাগেই । কালোর খোঁজে বেলা গড়ায় । দুপুরের ভাত , ডাল , সব্জি । কালো খুঁজি । গেলাস ভরা জল । নিচে সেই কালোর খোঁজ । বিকেলে জমিতে চারাগুলোর ফাঁকে ফাঁকে কালো খুঁজতে খুঁজতে সন্ধ্যে । কালো বাজার কালো বাজার কোরাসে মাথা খারাপ হওয়ার যোগাড় । কোথাও কালো খুঁজে পাচ্ছি না । অতীতকে একটু খুঁজে দেখতে পারলে ভালো হত । কিছু কালো থাকলে থাকতেও পারে । না , না । আছেই । কালো ছাড়া আলো হয় নাকি ! যত অন্ধকার তত আলো ।
কবিতাটি ৩৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৩/১১/২০১৬, ০৭:১৩ মি: