সাজানো এক বাংলো বাড়ি
বাবু আমলে একে বাগান বাড়ি বললে
বুক ফুলে ছাপ্পান্ন হত
উঁচু পাঁচিলে ঘেরা সম দূরত্বে পামের সারি
কিছু ফল কিছু ফুলের রঙে বিছিয়েছে দেশ
ঘাসের গালিচা পাতা লনে
পা সেঁধিয়ে যায় অনেকটাই
ছোট দু'একটা পাখপাখালির সরু শব্দ
আর পরিচ্ছন্ন আলো বাতাসে
ভিতরে তুমি একা আঁচল বিছিয়ে বসে
রোদ পোহায় তোমার সদ্য স্নান জব্দ কেশ
বাইরে দাঁড়িয়ে একান্ত আমি
এক ডাকের অপেক্ষায় প্রাণান্ত
অনন্তকাল নিষ্পলক
যদি ডাক দাও
আসবো
তোমার সুন্দর ঘরে বসবো
বিছানায় উপুর করে দেবো ইহকাল আমার
ডাক যদি না আসে
এক পাও এগোব না আর
দাঁড়িয়ে ভাববো এ ভ্রমণ সুখে
রমণ সুখ বেশী কে দিল আমায় !