শরতে হিমেল বাতাস বইছে
গুনগুন করে
কেউ শুনতে চাইছে না
সে বাউলের সুর
ঠান্ডা লেগে যাবার ভয়
বুকে কফ জমার আতঙ্ক
তবু একগুঁয়ে বাতাস চায় না থামতে
চাঁদ দেখিয়েছে কিছু মানুষ নিরুপায়
তাদের কাঁথা কম্বলে অজস্র ছিদ্র
কারো কারো ছেঁড়াটাও নেই
উত্তরায়ণে তারা বাতাস পায় না
তাই দক্ষিণায়ণে অভাব উসুল করে নেয়
বাতাস জানে শ্বাস নেওয়া মানুষের
বাতাসে জন্মগত অধিকার
যেখানেই যাক
যতটাই উঠুক
বা যতদূর নামুক নামতে নামতে
বায়ুভাব তার ফুসফুসে লাগবেই
আর তা লেগে গেলে একবার আয়ুতে
কাব্য করতে কতক্ষণ !