আমার উত্তর খোলা
দক্ষিণ উদাম
পুবে আকাশ লাল হলে
আমার শোবার ঘর চোখ ঝলসে দেয়
পচ্চিম তো আগলহীন
ফিরিঙ্গি আমল থেকেই ।
প্রতিটি মানুষের জীবনে
এমন সময় থাকে
যখন শ্বাপদের আতঙ্ক জড়িয়ে
ঘর-বারান্দা জুড়ে ঠান্ডা হাওয়া ছড়িয়ে দেয়
দুয়াররক্ষী দরকার
দরমার বেড়া থেকে ফাঁক ফোঁকড়গুলো
চাপা রাখা দরকার ।
তারপর দামাল যৌবনে
ঘরের ভেতর মৌবনী উচ্ছ্বাস
সুজয় তো তাই বলতে পারে
বয়স বাড়লে ঘর খুলে রাখাই যায় ।
বয়সটা বেড়েছে
হাল্কা চুলে ধরেছে পাক
তাই আমার চারদিক খোলা এখন
মিষ্টি মিষ্টি হাওয়ার লোভেই ।