চূপি চুপি একলা
চুপি চুপি কাছে পেতে চাই
একটু জড়িয়ে আদর
কোলের উপর শরীর বিছিয়ে সবে
একটা লম্বা স্বপ্নের ঘুম আনতো
কমলার কোয়ার মত
লিপলক মধু মাপার সাধে
ইহকাল নষ্ট আমার কবে
তখনো ডানায় গজিয়ে ওঠে নি
নকল বীর পালক
তবু তারে ডাকতে পারি নি নিরিবিলি
প্রেমের সুর আসে নি
নাভিমূল থেকে
যত বার ভালোবাসা চাগাড় দিয়ে উঠেছে
পরিবারের হাহাকার
থামিয়ে দিয়েছে ঢেকুর
উথলে উঠে দুধে বসিয়ে দিয়েছে
ভারী এক কষ্টবোধের বাঁদর ঢাকনায় ।
তবু প্রেম আছে
নিরিবিলি বিলি কাটার ইচ্ছেটা
এখনও সমান জ্যান্ত ।