এক দামাল শিশু
দাপিয়ে বেড়াতো ধল্লা-ছোঁয়া গাঁ
রংপুরের বাতাসে ভাসা ফড়িংগুলো পেলে
পাছায় চোরকাঁটা বিঁধিয়ে
ঘুড়ির মতো উড়িয়ে দিতে দড় সে ছেলে
তারা চিনতো তাকে বড়
এ গল্প মায়ের মুখে শোনা
অন্যের পেছনে লাগা খুব সোজা
কাঠি যখন নিজের পেছনে
ময়না কাঁটা হয়
মুখোশের পেছনে মুখ লুকিয়েই থাকে
আত্মখনন করা গেলে
শূল নিজেকে বাদ দিয়ে নয় ।