আঁকাবাঁকা শুয়ে আছে কবির দেখা
মরা ময়ালের মতো পথ ,
একটা রাত হাতে পেয়ে
মহীম জিড়িয়ে নিচ্ছে সকাল সকাল ,
তার ঘোড়াগুলো নড়ছে
ঝাপটাচ্ছে কান
জাবড়াচ্ছে সুখের শিশুকাল,
আর দাঁড়িয়ে ভিজছে জোছনায়
মরানদীর পাশে বাঁধানো বাঁশের চাংড়ায়
বনটিয়া স্বপ্ন উঁকি মারে ,
এই পথেই লম্বা জীবন
মরা ময়াল ,
থেতানো জোছনায় পলকের সুখে
ছায়ায় এসে যায় আমার দাস দত্ত বা সেন ।