সকাল সকাল সূর্যমন্ত্রে স্নান সারা হলে
আসন পেতে বসা আমার কম্মো নয়
ফুলে ফলে ঠাকুরপুজো যারা পারে
তারা পারে সকাল সন্ধ্যে
নিত্যপুজোর অভ্যাস সাহসী পুরোহিতের জন্যে
তারা হয়তো দেবতার অনেক নিকট-জন
কোষাকুষি নিয়ে বসলেই গৃহদেবতার
কী করার থাকে আর
আর যারা ভিতু উচ্ছৃঙ্খল
আমার মতো বেহিসেবী
আপনা থেকেই মাথা নিচু হয়ে যায় কখন
বুঝতে পারি না সময় অসময়
আমার নেই কোন ভাদ্র বা বসন্তবোধ
নিয়ম করে প্রেম বা কবিতা
সবটাই কেন যেন অনিয়মিত
যখন পায় তখনই ঝরঝরে হয়ে যাই -