পালাও পালাও
পালাতে পালাতে যেখানে গোড়ালি পড়েছে
সে চোরাবালি
এবারে ডুবতে হবে
খাড়া খাদ
আর এক ইঞ্চি পেছলে ভুগতে হবে
ছোটবেলাকার চক্রব্যূহে লাঠি খাওয়া
রক্তাক্ত বেড়ালটির মতো
শুধু একবার ফোঁস করে উঠে
দাঁতমুখ খিঁচিয়ে মরে গিয়েছিল আহত
এবার তাই ঘুরে দাঁড়াতেই
পালানোর পথটা
আপনিই পালিয়ে যাবে
তারপর এগোও আর এগোও
চাকা ঘুরবেই