ঘাটে মরলে কেউ কেউ
কাউকে ঘাটের মড়া বলতে শুনেছি
জানি এমন কথা শোনে নি এমন লোক
হাতে গোনা যায়
যদি আঘাটে মরে
যদি ঘাতে মরে
আঘাতেও তো মরে অনেকে
শিরে চোট
পেটে চোট
কারো কারো গোপনাঙ্গও বাদ যায় না
যারা মারে সেই সব মড়াকে কি বলে
কি নাম এদের
অত বিদ্দে-বুদ্ধি আমার নেই
সবার তো হাত থাকে পা থাকে
অনর্গল গালিও পাড়তে পারে
তবু এরা একা
নিঃসঙ্গ
নেই তো প্রাণটাও
শুনেছি এদের লাশ বলে
বাতাসের সাড়ে তিন
বা সাড়ে তিন মৃত্তিকায় জোটে না যারা মারে
এগুলোই ঘাটের মড়া হলে কোন দোষ নেই -