রুমাল রুমাল
তুমি কার !
আমার ফাটা পকেটের
তেলচিটে হাতের
নাকি চাঁদপানা মুখখানির !
রুমাল রুমাল
তুমি কার !
আমার চোখ ধোয়া পানির
নোনা ধরা ঘামের
নাকি কষ গড়ানো রক্তের বাঘ !
যতবার পকেট হাতড়ে
মুখ মুছেছি
আমি তো দেখেছি
থকথকে চিতার হিংস্র দাগ
তোমার রুমালেও কি তাই
দেখো তো তার রসায়ন -