সূর্য মেখে নিয়ে গাছের পাতাগুলো
খিল খিল হাসতে পারে দেখি
জোছনায় হেসে ওঠে লিক লিকে নদীর দু'কূল
অনাবিল
সবাইকে হাসতে দেখি নিঃশব্দে
কম চেষ্টা করি নি আমিও
কেন যে হাসতে পারি না
অনেক করেও দেখেছি
কমলাকান্তের অভাবী শরীরে পড়ানো ক্যাথিটার
আমার গলার কাছে হাসি রুদ্ধ করে দাঁড়িয়ে আছে
রোদ আর জোছনাকে আঁড়াল করেছে
আমার চারপাশের মানুষগুলোর বাতাসভারী কান্না
পথ অবরোধ চলছে আজও