ঘরের ফুটো চালে কী দেখি
দিনের আকাশ না কি রাতের চাঁদকে
গোরু উড়িয়ে দিয়ে বাজারের পথে
হাসি মুখের নগর কীর্তনে
সুন্দরী রমণী শরীর মাপি
তুমি ভাবো কবিতা লিখি
ধুর , হিজিবিজি কিলো দরের কত খাতা
ফেরিওয়ালা ফুচকায় টকজল বেচেছে
কেন বলবো তোমায়
আকাশ চাঁদ কিছু নয়
আমি ফুটো দেখি
কেন বলবো বাড়িতে সারাক্ষণ দাঁত মেলে রই
লিখতে পারি না কিছু
সাজিয়ে সাজিয়ে আড়ম্বর করি শব্দে
কেন বলবো
কী দায় পড়েছে আমার !