শ্রাবণ এত বান আনে যত্রতত্র
দমনপুরের জঙ্গল টেনে নেয় সমস্ত অন্তরাত্মা
অন্তঃসত্ত্বা মেয়ের মসৃণ পেট
বোয়া বলনের উত্তল ধানী জমির পানা ভাসা জলে
রাস্তা ভেসে গিয়েছে স্রাব স্রোতে
অপুষ্ট ব্রাহ্মণী ঘিসের কামুক দাঁতাল
এখন তার হিংস্র হওয়ার সময়
আমার কেবল ইচ্ছে করে বানা ভেঙ্গে লাফিয়ে পড়ি
ঘোলা জলে জাল পেতে মাছ ধরা দেখা নয়
গাঢ় জলে নিবিড় করে নতুন জন্মের
আবার স্বপ্ন দেখতে চাই -