উঠোনতলায় এক শিউলি তলা ছিল
তারই তলায় এসেছিল কিশোরী সুরভি
তার গায়ে জ্বরের ধোঁয়া-ওঠা উত্তাপ
তার ঠোঁটে উড়ু উড়ু ফুরুৎ ফড়িং
আমিও ধরতে চেয়েছি যেই ঠোঁটে
এক সন্ত্রাসী কেটে নিয়ে গিয়েছে গাছ কচি কান্ডে
তারপর থেকে মেরু শীত কাঁটা দিয়ে
ছড়িয়ে গেছে নন্দন কানন
এখনো গাছ কাটা দেখলে সুরভিকেই মনে পড়ে
করাত হোক বা তরবারি
অস্ত্র হাতে সন্ত্রাসীরা মেরে দিচ্ছে ঈশ্বর নামের এক জড়
তবু ফিরে ফিরে শিউলিতলাতেই যাই -