দু' চারটি পাতা তো খসে যাবেই
মন ডুবু ডুবু আবর্জনা শিরায় শিরায় নিয়ে
সব লেখা তো লেখা হয় না
সব কপালে আলোকবৃত্ত লেখার জায়গা
খুঁজতে গেলে অর্জুন বৃক্ষের ছাল খোঁজা হবে
সব ফল পাকে না
কিছু বৃথা এই সংসারে এসে ভার বাড়িয়ে দেয়
সব প্রেমের শেষেও প্রেম থাকবেই কে বলতে পারে
সব তো কবিতা নয়
ভাত টেপার মতন করে মন টিপে
কূলকিনারা পাওয়া সহজ কম্ম নয়
দু' চার কাঁটা বিঁধবেই ইচ্ছেয় হোক
বা অনিচ্ছেয় ঠিক যে স্থানটায় নরম দলাটি থাকে
দু' চারটি পাতা তো খসে যাবেই
মন ডুবু ডুবু আবর্জনা শিরায় শিরায় নিয়ে
ঠিক এই কারণে গোরু ছাগলে চেটে খেলেও
অর্জুনের ব্যথা বুঝতে পারি না