রাজবাড়ির আস্তাবল থেকে সোজা দক্ষিণে হাঁটলে
লালমনির হাট পোঁছে যাবে একদিন
পথে খুরের ধ্বনি পাবে
চিল শিশুর চিল চিত্কার
আগাছায় লেপ্টে থাকা ঋতুমতি রুমাল
বাঁহাতি শ্মশানের অবশেষ
কিছুই বাদ যাবে না
জল ছোঁয়া বোয়া
এই মাত্র পাটের আলে গামছা নামিয়ে নির্মল
কে যেন কোমড়ের নিচে
মুত্রের কটু গন্ধ হা মড়া মাছের আঁশ
বানিয়াদহে নির্জন লোহাপুলে জড়িয়ে থাকা
ঘর পালানো প্রেম
কি নেই এই পথে
উত্তরে হেঁটে যাওয়া পথ নিঃসঙ্গ এখন
আর দক্ষিণে ইতিহাস ফিরে আসবেই
চোখের জলে ভিজতে ভিজতে ঠোঁটভার কণ্ঠমূল