যখন ছুরিটা গলায় পোঁচাচ্ছো
তোমার কি একবারও মনে হয় না
ঘরে তোমার অমনি একটি বোন
তোমারই অপেক্ষায় ঘর বার করছে
ছটফট করছে হাসছে কাঁদছে
ভাইটা বেরিয়েছে অনেকক্ষণ
বিরিয়ানি বানিয়ে সাজিয়ে রেখেছে
আর চিন্তায় ঘেমে যাচ্ছে অনর্গল
ব্লাউজ টেনে ছিঁড়ে উদোম করে দিচ্ছো
মেয়েটার সম্মান লুটিয়ে দিচ্ছো ধুলোয়
তোমার কি নিজেকে ভাই মনে হয় না
মনে হয় না নিজেই উলঙ্গ হয়ে যাচ্ছো
বাইরের মানুষ থেকে আদিম পশুতে
আর নিজের রক্তেই রাঙ্গিয়ে ফেলছো
নৃশংস এ কর্মের ফল আগাম জেনে রাখো
শুধু লজ্জা আর ছিছিক্কার তোমার অপেক্ষায়