আচ্ছা, চালের ব্যবসা করলে কেমন হয় ?
সরু চাল , মোটা চাল , বাসমতী চাল ,
লাল লাল বোল্ডার চাল ।
কত তার রকম , কী তার বাহার ।
লঙ্গরের জন্যে এক , দাতার জন্যে আর ।
ভাবছি ফালতু লেখাটেখা ছেড়েই দেব ,
নইলে চালবাজিতে মন বসবে না ।
এবার একটু সমাজ সেবাই করি ।