আম আপেলের কথা ভাবতেই শিখি নি
মিষ্টি মধুর আদর তো সবার জন্য নয়
প্রেম আর কবিতা মাখন খেয়েছে
হাপড়ে আধা পোড়া লকড়ি জ্বালানির কাছে পোড়ে নি
প্রেমকে আমার ফোর প্লে ছাড়া কিছু মনে হয় নি
আর কবিতা ছোবরা ছেলা নারকোলের রসের মতন
তার চাইতে শাঁসের অনেক বেশি কদর

তাই আম আপেলের কথা ভাবি না
লিখি উনুন বিদ্ধ অঙ্গারের গল্প
তাকে কেউ শয্যাসঙ্গী করবে না
উদরপূর্তির পর যার আর কোন দরকার নেই