কে বাঁশী বাজায়
দাম কার অধিকতর পাওনা
আলো ধরে ধরে হাঁটলে গন্তব্য নিকট
নাকি অন্ধকারের টান অনেক বেশি ক্ষমতাধর
আমার এই প্রিয় জগৎ যদি
একদিন ছুটে বেরিয়ে যায় কক্ষ থেকে
যদি অন্ধকার অন্তরালে এসে অবোধ প্রেম হাতছানি দেয়
এত আলো চোখ ধাঁধিয়ে ইহকাল দিকশূন্য দিকে হাত বাড়ায়
কে বেশি আপন
বুঝে ওঠার আগেই আলো নিভে গেলে
চাঁদ ছোট হতে হতে মিলিয়ে গেলে মধ্য আকাশে
আলো যা আমার কাছে অন্ধকারও তো একই কথা বলে
তাই এখনো আমি প্রেম চাই
প্রেমের কাব্য পেলে ছুটে যায় দুরন্ত ঘুম
এখনো কেউ গায়ে হাত বুলিয়ে দিলে টলটলিয়ে ওঠে জল
প্রেমের কোলে মাথা রেখে আলো অন্ধকার কোন আকাশ দেখতে চাই না