রাবণ কি নাইন্টি নাইন পারসেন্ট বদ
হরধনু ভাঙ্গা পণ তো ছিল না
তবু ভগিনীর কাটা নাক আর সহ্য হয় নি
কতটা সু ছিল জানা যায় না কোথাও
বদের কথা নাহয় বাদই দিই
কৃষ্ণচন্দ্র কি ততটাই সৎ
নাইন্টি নাইন পারসেন্ট
জানি না
জানার দরকারও নেই
কতজনেই বা আর খোঁজ রাখে
তবু কেউ যদি
আমায় নাইন্টি নাইন পারসেন্ট শিষ্ট বলে
কেমন যেন ক্লীব মনে হয়
অসার মধ্যবর্তী জীব কোন
নাইন্টি নাইন পারসেন্ট অভদ্র বলে যদি
তাহলেও ঘিন ঘিন করে ওঠে মাথাগুলো
কে সি নাগের গড়ের অংকগুলো
ভালোই পারতাম এককালে ।