বহুতল লিফ্টে এর আগেও
অনেকবার হয়েছে উত্তরণ
অভিকর্ষণ কেমন শরীরটাকে রকেট করে দেয়
সত্তর কিলোকে নিজেরই বহুগুণ লাগে
পতনটিও ততোধিক সহজতর
যেন শূন্য থেকে ঋণাত্মক শক্তি
টেনে নামাচ্ছে অহঙ্কার
চড়াই উৎড়াই সমান গতিমান দুটোই
লিফ্ট তাই দম বন্ধ করে আমার
বরং সিঁড়ি পেলে ধীরে ওঠা নিরাপদ অনেক
কলজেতে যদি দম থাকে
আর পাঁজরায় নিষ্কণ্টক ইচ্ছে
একটু দেখে দেখে উঠলেই হল
বা একটু দেখে দেখে নামা
চট করে পতনটাও রোখা অসম্ভব নয়
বিপদ বুঝলে প্লবতা সামলে ধরে রাখা যায়
কষ্টার্জিত সম্মানটাও
সেই জন্যই মঞ্চের আলো বাতাস
এড়িয়ে চলি বোকার মতো ।