কেউ কেউ অতি সাহসী
তাই অজগরের অত পরোয়া করে না
আমটি পেড়ে খেয়ে নিতে পারে অনায়াস
পেছনে সাপ তবু সম্মুখে আম
আম মানুষ এমনটা পারে না জানি
রসপ্রেম দাঁতকে ভয় করে বেশি তাদের
কেউ ফুল দেখে আনন্দ পায়
কেউ ফুল ছিঁড়ে নেয় দাম
সবটাই আপেক্ষিক
কার ভূমিতে কত মশলা দেয়া
তার নির্ভেজাল অনুপাত
গড়ে দেয় কম্পনরোধী ভিত