দিনের আলোয় নিংড়ানো রসের আলো ভালো
ভালো মিঠে আলো মাখা সুন্দরী সিঁদুরী আম
জোছনা ভাতে ভাজা নিমপাতা আঁধার-কালো
হারিয়ে ফেলে নি তো তার ভদ্দরলোকী দাম
সূর্য অস্ত গেলে একচ্ছত্র রাত্রি নেমে আসে
কালো অন্ধকার জড়িয়ে যায় চাঁদ ডুবে গেলে
অন্ধকারে ঢাকা অন্ধকার চাই না ভালোবেসে
আঁধার চেয়েছি একলা দাঁড়ানো করবীর তলে
কৃত্রিম আলোহীন শনচালার নিরাপদ দাওয়ায়
শুনশান গাঁয়ের নদীর একলা উদাসীন পাড়ে
শির শির বাঁশবাগানের বাঁকা পথের হাওয়ায়
দূরদিগন্তের দোদুল কালো তালসারির সারে
এই সব আঁধারের আলোও আছে এক রকম
সে জ্যোতি আরাম দেয় শান্তি আনে অমোঘ
চক্ষু বুজে সমস্ত কাটা ছেঁড়ার ব্যথার উপশম
অন্ধকারে ঢাকা অন্ধকারই এক অদ্বিতীয় রোগ