তিনি লেখেন রচনা করেন
একলব্য কবিতা
যতটা লেখেন বলেন তত কম
রবি ঠাকুরকে গুণগুণ করলে
শরীরকে অনেক ঝরঝরে মনে হয়
তারপরে তিনি লিখতে পারেন
নিজের জন্যেই নিচে নির্জন কোণে
কিছু দূরত্বে চলে যান অবচেতনে
আবার উঠে যান সিঁড়ি ধরে নতুনতর
কোন দুরত্বই কবিতার জন্যে নিরাপদ নয়
তিনি জানেন উঁচ্চতা বিনাশী
আবার নেমে আসেন ক্ষয়াটে টেবিলে
উচ্চতা থেকে নিচে এমন নেমে আসা
সবার কাছে সহজ নয়
আমার দেখার মধ্যে তিনিই পারেন
তিনি পারেন সৃজন করেন বলেই