যত দেখছি শুনছি মোটেই অবাক হচ্ছি
না । যত বার এ দেশে যুদ্ধ খেলা আসে
সাথে আনে মুড়ি মুড়কির মতো মিছিল
তার সামনের সারিতে তৈলাক্ত নেতা
আর সেটা যত এগিয়ে যায় পেছনে
ফ্ল্যাগ লটকানো মোটা বাঁশের ভারে
আধপেটা শুকনো মুখগুলো ভিড়ে যন্ত্র
হয়ে হাঁটে ।
যত দেখেছি শুনেছি মোটেই অবাক হচ্ছি
না । আগের বার দেখেছি ময়দান পাহারা
চলেছে রাত ব্যাপী । এক দল লেঠেল
রঘু ডাকাতকে ফিরিয়ে এনেছে ভূ্ষন্ডীর
মাঠের একা বটতলায় ।
এবারে দেখছি গাড়িগুলো
প্রচারে বেরিয়েছে । সরকারী অসরকারী
চলছে সব প্রচারই । প্রচারে বেরিয়েছে
ঢাক ঢোল । ঘোড়ারাও বেরিয়ে পড়েছে ।
ঘোড়ার খেলা তো অবাক করার নয় ।
গাধারা বেরিয়ে পড়লেও মোটেই অবাক
হচ্ছি না । নইলে গণতন্ত্র রক্ষাই দায় ।
অবাক হচ্ছি এই ভেবে যে এই যুদ্ধে কংস
কে কৃষ্ণই বা কে । কিভাবে বুঝি কোনটি
খাঁটি আর কোনটি নকল প্রেম । কোনটি
মন চায় কোনটি যে শুধু মাখন শরীর ।