মাথার উপর উঠছে গনগনে রোদ
মিস্টি বৃষ্টি নেই দীর্ঘ দিন দীর্ঘ মাস
পানা ভেসে যেতে খাতে আটকায়
শুকোচ্ছে বনস্পতি মরে গেছে ঘাস ।
তেত্রিশ কোটি কূল দেবতা তোমার
এক কানহাইয়ার অষ্টোত্তর শতনাম
বিদ্যার আছেন দেবী কমললোচনা
অরুণ বরুণ জটাধারী কামদেব রাম
সব দেবতা পরাভূত অক্ষম উদাসীন
কৃষ্ণ লুকিয়েছে কংসরাজের গারদে
সব নারায়ণ ছাদের ঘরে তুলে রেখে
ভজনা কর দেবশ্রেষ্ঠ ঢেঁকিরাজ নারদে ।
তিনিই পারেন সুরে সুরে সুর মেলাতে
আনতে পারেন হড়কা পাতালভেজা বৃষ্টি
গোড়ালিগুলো ফের পাবে গলাভেজা জল
এক নারদই পারেন বাঁচাতে এই হিস্ট্রি ।