ঈশ্বরকে কখনো দেখা হয় নি
খুব যে তাকে বিশ্বাস করি তা নয়
আবার একেবারেই করি না
এমন বলাটাও আমার মূল্যবোধে আটকায়
তবু তো পৈতৃক অভ্যাস -
স্নান সেরে দেবীর বাঁধানো ছবিটাকে
ছুঁয়ে মনে মনে গড় করি রোজ
আর একটি গোপন কথা চুপি চুপি শোন -
তুমি যখন খিলখিলিয়ে হেসে ওঠো
লিকলিকিয়ে ওঠো লতার মতো
আমি তোমাকেও মনে মনে
প্রণাম না করে থাকতে পারি না
তখন তোমাকেই আমার ঈশ্বর মনে হয়